ছবিতে কুমারী পূজা  

  • সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মহাষ্টমী

মহাষ্টমী

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ছিলো বুধবার (১৭ অক্টোবর)।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539796819012.jpg

বিজ্ঞাপন

মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। পদ্ম ফুল হাতে কুমারীর আগমনের সঙ্গে সঙ্গে উলুর পাশাপাশি শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রামকৃষ্ণ মিশন।

কুমারী পূজায় অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস—এই পাঁচ অর্ঘ্য দিয়ে চলবে দেবীর আরাধনা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539796838828.jpg

কুমারী পূজা শেষে শুরু হয় সন্ধিপূজার আরাধনা।

রামকৃষ্ণ মিশনের মন্দিরে ছিল সকাল থেকেই  ভক্তদের উপচে পড়া ভিড়। কানায় কানায় পরিপূর্ণ রামকৃষ্ণ মঠ। ছোট বড় সবাই উৎসবে শামিল হতে এসেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539796985344.jpg

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষকে আসতে দেখা যায়। ঢাকেশ্বরী মন্দিরে উৎসব মুখর পরিবেশে চলছে পূজার সকল কাজ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539797024451.jpg

মন্দিরের ভিতরে আনুসাঙ্গিক জিনিস পত্রের দোকান থাকার কারনে সেখান থেকে পছন্দের জিনিসটি কিনতে ভিড় করছে উৎসাহী ধর্মালম্বীরা।

পূজা শেষে মন্দিরের সবাইকে প্রসাদ দেয়া হয়।