বিমানে বসে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সিনেমা দেখেন?

রাজকার্য পরিচালনার প্রচন্ড ব্যস্ততায় কি ওই অবসর মেলে তাঁর?

প্রসঙ্গটি কিঞ্চিৎ উদ্ভট শোনালেও উত্তর জানালেন প্রধানমন্ত্রী, নিজেই।

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসর বসেছিলো রবিবার [৮ জুলাই] সন্ধ্যায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

বক্তৃতায় প্রধানমন্ত্রী জানিয়েছেন,

‘অনেক ভালো ছবি আমি দেখেছি, হচ্ছে। সব সময় তো দেখার সময় পাই না। তবে বিমানে যখন যাতায়াত করি, তখন অবশ্যই সিনেমা দেখি। ওই একটাই ভালো সুযোগ, নিরিবিলি সুযোগ, তখন দেখি। তাছাড়া তো সারাদিন ফাইল আর মিটিং নিয়ে ব্যস্ত।’

বিজ্ঞাপন

চলচ্চিত্র বিষয়ে প্রধানমন্ত্রীর এ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানতে পেরে দর্শকদের মধ্যে করতালির উৎসব ওঠে।

এফডিসি সৃষ্টি ও এদেশে চলচ্চিত্র শিল্পের প্রসারে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দেন,

‘আমরা চাই, বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করে যেন এগিয়ে যেতে পারি। চলচ্চিত্রশিল্পের উন্নয়নে যা যা করা দরকার, সবই আমি করবো।’

সমাজে চলচ্চিত্রের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী,

‘চলচ্চিত্র মানুষের জীবনের প্রতিচ্ছবি। এর মাধ্যমে সমাজে অনেক মেসেজ পৌঁছানো যায়। সমাজ সংস্কারে অনেক বড় ভূমিকা রাখতে পারে এই চলচ্চিত্র। একটা সময়ে মানুষ সিনেমা দেখা প্রায় বন্ধই করে দিচ্ছিলো। এখন মানুষ আবারও সিনেমা দেখছে। আমি চাই আমাদের চলচ্চিত্রশিল্প আরও আধুনিক হবে। আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন হবে।’

/uploads/files/8VrDm5fDW9VtmQwEBaIejArl78LCXQ6eq0FXGpiM.jpeg

২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা কাজের জন্য ২৪টি বিভাগে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের আসরে আজীবন সম্মাননা পেলেন যৌথভাবে ববিতা ও ফারুক।


আরও পড়ুন: যারা পেলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার