রাজীব-নীলার এক যুগ
আহমেদ রাজীব শিপলু এবং নীলা নাজ; দুইজনই শিল্পী, গান করেন।
গাওয়ার পাশাপাশি রাজীব নিয়মিত সুর ও সংগীত পরিচালনা করেন এবং লিরিকও লেখেন।
আকাশ মাটি, কাচের ছবি, দুঃখ ভোলার দিন, পরবাসী মন, মেঘ কালো, বন্ধুরে তুই, মনের মানুষ নাই সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান আছে তার।
সুরকার হিসেবেও ভাল কাজের সংখ্যা কম নয়।
‘নীলান্তর’ ছাড়াও বেশ কিছু অ্যালবামে শ্রোতারা শুনেছে নীলার কন্ঠ।
সর্বশেষে গেয়েছেন জীবনসঙ্গীর কথা ও সুরে 'দিলে লাগে টান' এবং ডিরকস্টার শুভ’র সঙ্গে দ্বৈত গান 'অন্ধ ভালোবাসা'।
বেশ লম্বা সময় নিয়ে নিয়ে কাজ করেন নীলা।
কারণ হিসেবে বলছেন-
আমি কখনোই চাইনি সবার আগে দৌড়াতে। শুধু চেষ্টা করেছি ভালো কিছু গান করতে। তাই সময় বিবেচনায় আমার গানের সংখ্যা হয়তো কম। তবে এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।
রাজীবের সঙ্গী হয়েছেন নীলা অনেক গানে।
দুজন দুজনের সংসারেরও সহযোদ্ধা।
জুলাইয়ের ২৩ তারিখ, সোমবার, একসঙ্গে পথচলার একযুগ পার হলো এই কন্ঠশিল্পী যুগলের।
বিয়েরও চার বছর আগ থেকেই চেনাজানা-লেনাদেনা ছিলো তাদের।
আহমেদ রাজীব বলছেন-
আট বছরের সংসার জীবনে তাদের ঘরের আলো হয়ে এসেছে এই নতুন দু’জন।
রানীল এবং রানীজা।
রানীজা মানহা’র জন্ম বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর ঠিক একদিন পরেই।
বাবাও শুভেচ্ছা জানিয়েছেন মেয়েকে।
উল্লেখ্য-
কাচের ছবি, যদিও, অথচ ও রৌদ্রযাত্রা আহমেদ রাজীবের একক অ্যালবাম। এছাড়াও কলকাতার স্বনামধন্য আশা অডিও থেকে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম হিসেবে রিলিজ হয়েছিলো 'ভালোবাসবি রে তুই'।
ছবি সংগ্রহ: ফেসবুক
আরও পড়ুনঃ