প্রথম দিনেই ৯ কোটি!

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

মুক্তির প্রথম দিনেই ৯ কোটি টাকা আয় করেছে ‘বিশ্বরূপম টু’।

এটি এ বছরের কলিউডে তৃতীয় বড় হিট।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/12/1534082995875.jpg

বিজ্ঞাপন

ছবিটিতে অভিনয় করেছেন কমল হাসান, পূজা কুমার, আন্দ্রেয়া জেরেমাই, শেখর কাপুর, রাহুল বোস, অনন্ত মহাদেবন, ওয়াহিদা রহমান, জয়দীপ আহলাওয়ার মতো তারকা।

বাজেটের দিক থেকেও এটি কলিউড ইন্ডাস্ট্রির এ বছরের তৃতীয় বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত ছবি।

বিজ্ঞাপন

প্রথম দুটি ছবি হচ্ছে- রজনীকান্তের ‘কালা’ (২১.৭ কোটি) এবং সূর্যর ‘থানা স্রেন্ধা কুট্টম’ (১০ কোটি)।


ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর শেয়ার করেছেন ‘বিশ্বরূপম টু’-এর বক্সঅফিসের তথ্য।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/12/1534083018125.jpg

তিনি বলছেন-

সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ৯ কোটি টাকার ব্যবসা করে ‘বিশ্বরূপম টু’ এবছর কলিউডের তৃতীয় বড় হিট। ‘কালা’ ও ‘থানা স্রেন্ধা কুট্টম’-এর পরই ব্যবসার নিরিখে তিন নাম্বরে এই ছবি। তবে দক্ষিণের তুলনায় হিন্দি বেল্টে এই ছবি কম ব্যবসা করবে বলেই আশা করা যাচ্ছে।

তবে ছবিটি নিয়ে একটু ভিন্ন কথা বলছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/12/1534083054613.jpg

তিনি লিখেছেন-

কমল হাসান ছবির সহ লেখক, পরিচালক ও প্রযোজক। ছবিতে তিনি ‘র’ (RAW) এজেন্টের ভূমিকায়। ছবিতে সমস্ত রকমের কেরামতি দেখিয়েছেন এই প্রবীণ অভিনেতা। ছবির প্রথম পার্টে বিশ্বরূপমের পথিকৃৎ ছিলেন কমল হাসান, সৈনিক থেকে সোজা গুপ্তচরের ভূমিকায় বিশ্বরূপম টু’তে। তাও আবার তার মুখে শোনা যাচ্ছে ‘ম্যায় মজহব নেহি, মুল্ক কে লিয়ে খুন বহাতা হু’-এর মতো সংলাপ। আশ্চর্য রকম অদক্ষ চিত্রনাট্যের বাইরে বেরোতে পারলেন না কমল। তার পরিচিত দক্ষতার সঙ্গে কয়েকটা লোকেশন ছাড়া আর কিছুই দিতে পারলেন না তিনি। ছিলেন আত্মসচেতনও। বাকিটা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

আরও পড়ুনঃ

এক মঞ্চে চারজন

জন্মদিনে ছোট্ট সহযোগিতা চাইলেন টনি

‘এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি’