জন্মদিনে ববির স্বীকারোক্তি, সঙ্গে নতুন নায়ক
ইয়ামিন হক ববি, চিত্রনায়িকা এবং প্রযোজক।
গতকাল শনিবার (১৮ আগস্ট) ছিলো তার জন্মদিন।
এই উপলক্ষে রাত নয়টার দিকে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাজ মাল্টিমিডিয়া।
সেখানে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ, অভিনেতা জিয়াউল রোশান, শাহরিয়ার নাজিম জয় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
শুরুতেই শাহরিয়ার নাজিম জয়-এর হাতে উপস্থাপনার জন্য মাইক্রোফোন তুলে দেন জাজের কর্ণধার।
ববিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জয় শুরু করেন কথা বলা।
জাজের পরিকল্পনা অনুযায়ী ববির কাছে জানতে চাওয়া হয় তার পাঁচটি করে ভালো দিক এবং খারাপ দিক।
সবাইকে ধন্যবাদ জানিয়ে ববি জানালেন-
ভালো দিক
- আমি একজন ভালো মানুষ
- আমি ভালো একট্রেস হবার চেষ্টা করছি
- আমি চেষ্টা করি যতটুকু পারি মানুষের সাহায্য করার
- আমি যাদের ভালোবাসি, ভয়ংকর রকমের ভালোবাসি
- আমি পাগলের মতো সিনেমা ভালোবাসি
খারাপ দিক
- আমি ক্যামেরার বাইরে অভিনয় করতে পারি না
- আমি যা বলি, মুখের সামনে বলে দেই
- আমি হুট করে রেগে যাই
- আমি বিশ্বাস করি অন্ধের মতো
- আমি যাকে ভালো জানি, ও হয়তো কখনও কখনও বোঝে না
ক’দিন পরেই, ঈদ উপলক্ষে মুক্তি পাবে ববি অভিনীত, রাজা চন্দ পরিচালিত ছবি ‘বেপরোয়া’।
এতে ববির নায়ক জিয়ায়ুল রোশান।
জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার আগমূহুর্তে তাকে বলা হয় ববির ভালো এবং খারাপ দিক বলতে, দুটো করে।
রোশান বললেন-
যেহেতু ববি আসলে শুধুমাত্র একজন নায়িকা-ই না, একইসঙ্গে প্রযোজক; একজন প্রযোজককে মুখের উপর খারাপ কিছু আমি বলতে পারবো না। আমি দুঃখিত সেজন্য। ববির দুটো ভালো দিক হচ্ছে- সে আমার খুব ভালো বন্ধু এবং সে খুব ভালো অভিনেত্রী।
জাজ প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেগার প্রমুখ।