টমেটো-শসা নয়, তৈরি করুন আলুর সালাদ

  • ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গৎবাঁধা টমেটো-শসা কিংবা সবজীর সালাদা খেতে বিরক্ত লাগাটাই স্বাভাবিক। হালকা ঘরানার, মজদার ও সহজে তৈরি করা যাবে এমন সালাদের রেসিপি চাইলে আজকের রেসিপিটি পারফেক্ট। ফ্রেঞ্চ-স্টাইল পটেটো সালাদ তৈরিতে প্রয়োজন হবে খুবই সীমিত কিছু উপাদানের। ছুটির দিনের রাতের খাবার তো বটেই, সকালের নাস্তা হিসেবেও বেশ উপাদেয় এই সালাদটি।

উপকরণ সমূহ

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/16/1542362552319.jpg

বিজ্ঞাপন

১. ছোট আলু এক কেজি।

২. ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার।

বিজ্ঞাপন

৩. ১ কাপ পেঁয়াজ পাতা কুঁচি।

৪. ১/৪ কাপ ধনিয়া পাতা কুঁচি।

৫. আড়াই কাপ সরিষা বাটা।

৬. ৩ কোয়া রসুন কুঁচি।

৭. ৩ টেবিল চামচ সাদা ভিনেগার।

৮. ৩ টেবিল চামচ অলিভ অয়েল

৯. লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/16/1542362600073.jpg

প্রস্তুত প্রণালি

১. আলু ধুয়ে মাঝ মোটা করে কেটে সসপ্যানে পানি ও অল্প লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। পানিতে বলক আসার পর চুলার আঁচ কমিয়ে আরও মিনিট পনের রেখে দিতে হবে। পানি ঝরিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এরপর ভিন্ন একটি পাত্রে সিদ্ধ আলুর উপর লবণ, গোলমরিচ গুঁড়া ও অ্যাপল সাইডার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

২. অন্য একটি পাত্রে সরিষা বাটা, রসুন কুঁচি, লবণ, গোলমরিচ গুঁড়া, ভিনেগার ও অ্যাপল সাইডার দিয়ে ভালোভাবে বিট করে মেশাতে হবে। বিট করার সময় অলিভ অয়েল দিতে হবে। ড্রেসিংয়ের লবণ, ঝাল ও টক স্বাদের মাত্রা ঠিক আছে কিনা দেখে নিতে হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/16/1542362580909.jpg

৩. আলুর মিশ্রণে এই ড্রেসিংটা দিয়ে দিতে হবে। এর উপরে পেঁয়াজ পাতা ও ধনিয়া পাতা কুঁচি দিয়ে কিছুক্ষণ হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে লবণ ও গোলমরিচ গুঁড়া দিতে হবে।

সকল উপাদান ভালোভাবে মিশে গেলে পরিবেশন করতে হবে ফ্রেঞ্চ-স্টাইল পটেটো সালাদ।

আরও পড়ুন: সাবস্যান্ডউইচ যখন ফুলকপির!