কলা-ওটসে তৈরি হবে স্বাস্থ্যকর পাউরুটি

  • ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দোকানেই ফ্রেশ ও মজাদার পাউরুটি পাওয়া যায়, কষ্ট করে ঘরে কেন তৈরি করা লাগবে!

এমনটা মনে হতেই পারে। এই পাউরুটিগুলো যতই সুস্বাদু ও নরম হোক না কেন, মোটেও স্বাস্থ্যকর নয়।

তাই ঘরে তৈরি পাউরুটির কোন বিকল্প নেই। আর সেই পাউরুটি যদি হয় ডায়েটবান্ধব ও স্বাস্থ্যকর উপাদানে তৈরি, তবে তো কথাই নেই! দেখে নিন কলা-ওটসের তৈরি পাউরুটি তৈরির রেসিপি।

বিজ্ঞাপন

কলা-ওটসের পাউরুটি তৈরিতে যা লাগবে

১. ৩টি মাঝারি আকৃতির পাকা কলা।

২. ১/৪ কাপ আনসল্টেড আমন্ড বাটার।

বিজ্ঞাপন

৩. ৩ টেবিল চামচ নারিকেল তেল।

৪. ১/২ কাপ ব্রাউন সুগার।

৫. ২-৩ টেবিল চামচ ম্যাপক সিরাপ।

৬. ১/২ চা চামচ লবণ।

৭. ৩/৪ কাপ আমন্ড মিল্ক।

৮. ১ টেবিল চামচ বেকিং পাউডার।

৯. ১ কাপ ময়দা।

১০. ১ কাপ ওটস।

১১. ১/২ কাপ আখরোট কুঁচি।

১২. ১ চা চামচ ইষ্ট।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552122698218.jpg

কলা-ওটসের পাউরুটি যেভাবে তৈরি করতে হবে

১. প্রথমেই ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট করতে হবে এবং মিট লোফের প্যানে পার্যমেন্ট পেপার বিছিয়ে নিতে হবে।

২. একটি বাটিতে ইষ্ট পানিতে গুলিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর পাকা কলাগুলো থেতলে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে।

৩. এই মিশ্রণে একে একে নারিকেল তেল, মাখন, ব্রাউন সুগার, ম্যাপল সিরাপ, লবণ ও আমন্ড মিল্ক মিশিয়ে হুইস্ক করতে হবে। কিছুক্ষণ হুইস্ক করার পর এতে বেকিং পাউডার, ময়দা, ওটস ও পরিমানের অর্ধেক আখরোট কুঁচি যোগ করে পুনরায় মেশাতে হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/09/1552122681671.jpg

৪. মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে মিটলোফ প্যানে ধীরে ধীরে ঢেলে নিতে হবে। প্যানে মিশ্রণটি ভালোভাবে সেট করার জন্য বার দুয়েক উপর থেকে নিচের দিকে ঝাঁকি দিতে হবে। সেট হয়ে গেলে উপরে বাকি আখরোট কুঁচি ছড়িয়ে দিতে হবে।

৫. প্রি-হিটেড ওভেনে এক-দেড় ঘন্টা বেক করতে হবে। টুথপিকের সাহায্যে পরীক্ষা করে দেখতে হবে পাউরুটির ভেতরের অংশ ভালোভাবে হয়েছে কিনা। হয়ে গেলে ওভেন থেকে বের করে নিতে হবে।

৬. এরপর অন্তত ১০ মিনিট বাইরে রেখে দেওয়ার পর প্যান থেকে পাউরুটি বের করে কেটে নিতে হবে।

এই পাউরুটি মাখন কিংবা জেলি ছাড়াই খাওয়া যাবে। চাইলে জেলি, মাখন কিংবা আমন্ড বাটার যোগ করা যাবে। ফ্রিজে সংরক্ষণ করলে ৭-১০ দিন পর্যন্ত ভালো থাকবে এই পাউরুটি।

আরও পড়ুন: তিন উপাদানে তৈরি ওটস ব্যানানা কুকিজ

আরও পড়ুন: কফি ও কোকোয়ার স্বাদে মজাদার তিরামিসু