সবচেয়ে সহজ রেসিপিতে গাজরের হালুয়া

  • ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাল বাদে পরশু পবিত্র শবে বরাত।

এ সময়ে প্রতি ঘরে ঘরেই হালুয়া-রুটি তৈরির ধুম পড়ে যায়। প্রার্থনায় যেন পূর্ণ মনোনিবেশ করতে পারেন, তাই এক-দু দিন আগে থেকেই তৈরি করে নিতে পারেন গাজরের হালুয়া।

ভীষণ সুস্বাদু এই হালুয়াটি তৈরি করার প্রণালীটিও খুব সহজ। তবে অনেকেই সঠিক ও সহজ রেসিপিটি ভালোভাবে জানেন না। সেক্ষেত্রে গাজরের হালুয়া তৈরির সময় সমস্যায় পড়তে হতে পারে। আজকের ফিচারে তাই দেখে রাখুন সবচেয়ে সহজ রেসিপি কীভাবে তৈরি করবেন গাজরের হালুয়া।

বিজ্ঞাপন

গাজরের হালুয়া তৈরিতে যা লাগবে

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/19/1555659590016.JPG
গাজরের হালুয়া

 

১. ১ কেজি গাজর ৯ (কচি হলে ভালো)।

বিজ্ঞাপন

২. ৫০০ গ্রাম মাওয়া।

৩. ১ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার।

৪. ১০০ গ্রাম ড্রাই ফ্রুটস (কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ)।

৫. ২০০ গ্রাম চিনি।

৬. ১/২ চা চামচ এলাচ গুঁড়া।

৭. ১০০ গ্রাম ঘি।

গাজরের হালুয়া যেভাবে তৈরি করতে হবে

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/19/1555659621714.JPG
গাজরের হালুয়া।

 

১. গাজর ধুয়ে শুকিয়ে খোসা ছিলে নিতে হবে। গ্রেটারের সাহায্যে সবগুলো গাজর গ্রেট করে নিতে হবে।

২. পাত্রে গ্রেট করা গাজর ও দুধ একসাথে দিয়ে চুলায় হালকা আঁচে বসিয়ে দিতে হবে। এভাবে ২-৩ মিনিট পরেই গাজর থেকে হালকা পানি বের হবে।

৩. এবারে পাত্রের মুখ ঢেকে হালকা আঁচে রেখে দিতে হবে। এতে করে গাজর সম্পূর্ণ দুধ শোষণ করে নিবে।

৪. গাজর শুকনো হয়ে আসলে এতে ড্রাই ফ্রুট মিক্স মিশিয়ে নিতে হবে। এরপরে মেশাতে হবে এলাচের গুঁড়া। মিনিট পাঁচেক এই মিশ্রণটি চুলায় হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে।

৫. এতে চিনি মিশিয়ে পুনরায় ভালোভাবে নাড়তে ও মেশাতে হবে। কিছুক্ষণ নেড়ে এতে ঘি দিয়ে পুনরায় ভালোভাবে নাড়তে হবে যেন চিনি পুরোপুরি মিশে যেতে পারে।

৬. গাজর থেকে ঘি, দুধ ও গাজরের মিশ্রণে মিষ্টি গন্ধ ছাড়লে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিতে হবে।

পরিবেশনের সময় হালুয়ার উপরে পছন্দমতো বাদামের কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

আরও পড়ুন: বছরের প্রথম দিনে ডিমের হালুয়ায় মিষ্টিমুখ

আরও পড়ুন: মাত্র পাঁচটি উপাদানে চকলেট-সুজির হালুয়া!