‘মানুষের পাশে,মাটির কাছে থাকার শপথ মন্ত্রীদের’
মন্ত্রীরা মানুষের পাশে আর মাটির কাছে থাকার শপথ নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৯ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করে। এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।
কাদের বলেন, ‘জাতির পিতার রাজনীতি ছিল মানুষের প্রতি, অক্ষয় ভালোবাসা এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আজ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমরা মানুষের পাশে থাকব, মাটির কাছে থাকব। জনগণের সঙ্গে থাকব এবং আরও কাজ করব। এই শপথ নিয়েছি।’
তিনি বলেন, ‘নতুনরাই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। আমাদের নেত্রী যে নতুন মুখ নিয়ে মন্ত্রী গঠন করেছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে এই উপহার দিয়েছেন জাতিকে। নতুন মন্ত্রীরা নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
কাদের বলেন, ‘বাসে করে এসে আমরা খুব এনজয় করেছি। খুব ভালো লেগেছে। অনুভূতিটাই ছিল আলাদা। যেহেতু আমার বঙ্গবন্ধুর সমাধিতে এসেছি, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি; এই অনুভূতি একদম আলাদা।