কাগজপত্র বিহীন যানবাহন: ৭ জনকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাহী হাকিম ফারজানা আক্তারের নেতৃত্বে চলছে ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪.কম

নির্বাহী হাকিম ফারজানা আক্তারের নেতৃত্বে চলছে ভ্রাম্যমাণ আদালত, ছবি: বার্তা২৪.কম

সড়কে কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর সিএন্ডবি রোডস্থ সমবায় অফিসের সামনে প্রশাসনের নির্বাহী হাকিম ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্রাদ যাচাই-বাছাই করা হয়। এ সময় কিছু যানবাহনের কাগজে অসংগতি থাকায় মটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১৩৮ এবং ১৫২ ধারায় ৭টি মামলায় ৭ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সর্বমোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় বিআরটিএ অফিসের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।