ঝালকাঠিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান হতে চান ২০ প্রার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝালকাঠি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার ঝালকাঠি সদরে রেকর্ড সংখ্যক প্রার্থী তৎপরতা শুরু করেছেন।

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। অন্যদল ও স্বতন্ত্র মিলিয়ে এ সংখ্যা এখন ২০-এ পৌঁছেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে যারা তৎপর রয়েছেন তাদের মধ্যে মূল আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সুলতান হোসেন খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখেরহাট ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান সূরুজ এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রশিদ হাওলাদার মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ভাইস চেয়ারম্যান পদে এ রিপোর্ট লেখা পযর্ন্ত আওয়ামী লীগের বর্তমান ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন লাবলু, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম, ঝালকাঠি পৌর মেয়রের ছেলে শহর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লিটন তালুকদার, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, বাবু তালুকদার ও সাবেক পৌর মেয়র বেলায়েত হোসেনের ছেলে সোহেল মাহামুদ দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগে এ রিপোর্ট লেখা পযর্ন্ত শুধু বর্তমান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর নামই জানা গেছে।

অন্যদিকে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যদি দলটি নির্বাচনে আসে তাহলে সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিনকে এখানে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবার সম্ভাবনা রয়েছে।

জাতীয় পার্টি জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু ও সম্পাদক মাহাবুব হোসেনের মধ্যে যে কাউকে মনোনয়ন দেয়া হতে পারে। জাসদের (ইনু) কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য দুলাল সাহাও চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর ১৯৯৬ সালে সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য হই। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হই ও এখন দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। বিগত ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উপজেলা পরিষদ থেকে কোনো টাকা নেইনি। আমি আশা রাখি, দল আমাকে মূল্যায়ন করবে। দল মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব।’

সৈয়দ রাজ্জাক সেলিম বলেন, ‘আমার সময় কী কাজ হয়েছে তা এলাকার জনগণ ও দলের হাইকমান্ড অবগত আছেন। এখন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি উপজেলা নির্বাচনে অংশ নেব।’

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বিগত ১০ বছর যাবৎ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে যাচ্ছি। দলকে সুসংগঠিত করেছি। সব সময় নেতাকর্মীদের পাশে ছিলাম। আশা করি দল আমাকেই মূল্যায়ন করবে।’

খান আরিফুর রহমান বলেন, ‘গতবারেও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারেও দলীয় মনোনয়ন চাইব। আমু ভাই যদি চান তাহলে আমি নির্বাচন করব, না চাইলে করব না।’