মংলায় দরিদ্রদের কল্যাণে পুলিশের মানবতার দেয়াল
বাগেরহাটের মংলায় হতদরিদ্র মানুষের কল্যাণে ‘মানবতার দেয়াল’ নামক সাহায্য কার্যক্রম চালু করেছে পুলিশ।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় মংলা পৌরসভার শেখ আবদুল হাই সড়কে অবস্থিত বন্দর কর্তৃপক্ষের ছয়তলা ভবনের সামনের প্রাচীরে এ মানবতার দেয়ালের উদ্বোধন করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মংলা থানা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এ মানবতার দেয়ালে সমাজের বিত্তবান ও কল্যাণকামী মানুষেরা তাদের ব্যবহৃত কিংবা নতুন পোশাক সেখানে রাখবেন আর দরিদ্র শ্রেণীর মানুষ তাদের মাপ এবং পছন্দ অনুযায়ী সেখান থেকে নিয়ে ব্যবহার করবেন।
মানবতার দেয়াল উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, মংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল ও সাবেক সভাপতি এমএ মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ ও পৌরসভা যুবলীগের সভাপতি শেখ কামরুজামান জসিম।
মংলা থানার ওনি মো: ইকবাল বাহার চৌধুরীর এ মানবতার দেয়াল প্রতিষ্ঠার উদ্যোগ সবার কাছে প্রশংসনীয় হয়েছে।