সুন্দরবনে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৪ জলদস্যু নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

সুন্দরবনে র‍্যাব-৮ এর সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু হাসান বাহিনীর চারজন নিহত হয়েছেন। চাঁদপাই রেঞ্জের জংড়া খাল এলাকায় হাসান বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এই ঘটনায় বাহিনী প্রধানেরও মৃত্যু হয়েছে। এছাড়া জলদস্যু বাহিনীর কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) সকালে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহল শুরু করলে জলদস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী 'বন্দুকযুদ্ধের' পর দস্যুরা পিছু হটতে শুরু করে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে। পরে আশপাশের বনজীবীরা মরদেহগুলো হাসান বাহিনীর প্রধান ও তার সহযোগীদের বলে শনাক্ত করেন।