সপ্তাহ জুড়ে বন্ধের কবলে ভোমরা বন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ভোমরা বন্দর, ছবি: সংগৃহীত

ভোমরা বন্দর, ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রোববার (২ জুন) থেকে টানা ৭ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আগামী ৯ জুন রোববার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে জানান ইমিগ্রেশন ওসি।

বিজ্ঞাপন

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এইস এম আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী ছুটির সঙ্গে সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে ৭ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগামী ৯ জুন রোববার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।