বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জান্নাতুল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল জান্নাতুল ফেরদৌস (১৪)। আইন অমান্য করে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের আয়োজন করার অপরাধে বাবাকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল জানান, সোমবার দুপুরে উপজেলার শ্রীফলতা গ্রামের আজিজ সরদার তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে দেয়ার আয়োজন করে। বাল্যবিয়ের খবর পেয়ে দুপুরেই সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়ে পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা আর এ অপরাধ করবেন না বলে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

এছাড়া আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবা আজিজকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন