গোপালগঞ্জ পৌরসভার ১৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা, ছবি: বার্তা২৪.কম

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা, ছবি: বার্তা২৪.কম

২০১৯-২০ অর্থ বছরে গোপালগঞ্জ পৌরসভার জন্য ১৮২ কোটি ৯৫ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে তিন কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪০ টাকা।

রোববার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

বিজ্ঞাপন

বাজেটে আয় ধরা হয়েছে ১৮৬ কোটি টাকা ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৯৫ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা।

জানা গেছে, আগামী অর্থ বছরে পৌর এলাকায় তিনটি বড় সুপার মার্কেট নির্মাণ, পানি শোধনাগার নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প নির্মাসহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে গোপালগঞ্জ পৌরসভা একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা গড়ে উঠবে বলে পৌর মেয়র আশাবাদ ব্যক্ত করেছেন।

বাজেট অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।