শেরপু‌রে বন্য হা‌তির মর‌দেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ‌শেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গারো পাহাড়ে মারা যাওয়া হাতিটি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

গারো পাহাড়ে মারা যাওয়া হাতিটি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থে‌কে একটি বন্য হাতির মর‌দেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৮ জুলাই) সকালে কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে এ মর‌দেহটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে ওই এলাকায় মাটিচাপা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্র সংলগ্ন গজনী লেকের পশ্চিম পাশে ওই বন্য হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প‌রে আমরা তা‌দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহ উদ্ধার করি।’

বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম জানান, হাতিটি মেয়ে ছিল। হাতিটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে হাতিটি মারা গেছে।

বিজ্ঞাপন