রাজবাড়ীর ৩ পয়েন্টেই কমেছে পদ্মার পানি

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

রাজবাড়ীর পাংশার সেনগ্রাম, গোয়ালন্দের দৌলতদিয়া ও সদরের মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মা নদীর পানি কমেছে। এতে পদ্মার পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (৩১ জুলাই) সকাল ৬টায় পরিমাপকৃত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেশ কয়েক সেন্টিমিটার কমেছে। এর মধ্যে সদরের মহেন্দ্রপুর পয়েন্টে কমেছে ০.১০ সেন্টিমিটার। আর পাংশার সেনগ্রাম পয়েন্টে কমেছে ০.১৩ সেন্টিমিটার। অন্যদিকে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে সর্বোচ্চ পানি কমেছে .০১৫ সেন্টিমিটার।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী ইউসুফ উদ্দিন খান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি কমে এখন তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালের পরিমাপ অনুযায়ী পদ্মার পানি মহেন্দ্রপুর পয়েন্টে ১.৯০ সেন্টিমিটার, সেনগ্রাম পয়েন্টে ০.১২ সেন্টিমিটার ও দৌলতদিয়া পয়েন্টে ০.২৮ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে পদ্মার পানি সর্বোচ্চ গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৯.৮০ সেন্টিমিটার, পাংশার সেনগ্রাম পয়েন্টে ১১.৬১ সেন্টিমিটার এবং সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ৯.৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।