রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত ৪১
রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ, কালুখালী ও সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত করেছে বলে বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত জেলায় ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বালিয়াকান্দিতে দুইজন, পাংশায় একজন, গোয়ালন্দে একজন ও সদরে ১২ জনসহ মোট ১৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, গত কয়েক দিনের তুলনায় এখন জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমান ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ বাড়ি ফিরেছেন। আবার কেউ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছেন।
সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান রাজবাড়ীর সিভিল সার্জন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা শঙ্কামুক্ত বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছ।