৯৯৯-এ ফোন পেয়ে লাশ উদ্ধার করল পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

দত্তপাড়ার পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

দত্তপাড়ার পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

জাতীয় জরুরি সেবা সার্ভিস নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মজনু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় গোয়ালন্দের শ্রীধাম দত্তপাড়ার পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মজনু মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রামের মৃত খয়মুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা খানখানাপুর কিন্ডারগার্টেনের শিক্ষক সঞ্জিব কুন্ডু বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে তারা ৯৯৯-এ ফোন দেন। পরে গোয়ালন্দ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

গোয়ালন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে।