কুমিল্লায় গোমতী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত দুই শিশু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহত দুই শিশু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুমিল্লার গোমতী নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকালে মুরাদনগর উপজেলা সদরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন (৬) এবং ইব্রাহীমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, উপজেলা রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার ভাড়াটিয়া জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইয়ামিন ও চট্টগ্রাম থেকে তাদের বাড়িতে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ দু'জনে বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীতে গোসল করতে নেমে উভয়ে পানিতে ডুবে মারা যায়।

বিজ্ঞাপন

স্বজনরা তাদেরকে দীর্ঘক্ষণ না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে গোমতীতে ভেসে উঠে দু'জনের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বার্তাটোয়েন্টেফোর.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।