ফোনে কথা বলছেন চালক, বাস খাদে পড়ে আহত ২০
নড়াইলে যাত্রীবাহী বাসের চালক মোবাইলে কথা বলার সময় অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল-মাইজপাড়া সড়কের শাহাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত খোকন মন্ডল (৫৭) ও সোহেল মন্ডল (৪০) জানান, শুক্রবার দুপুর ২টার দিকে তারা একটি যাত্রীবাহী বাসে নড়াইল থেকে মাইজপাড়া যাচ্ছিলেন। বাসটি নড়াইল-মাইজপাড়া সড়কের শাহাবাদ নামক এলাকায় পৌঁছালে ড্রাইভার মোবাইলে কথা বলছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহাদ শেখ বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।'
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।