কুমিল্লায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মহাসড়ক সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ বিজয়পুর গ্রামের সজল (২৪), কাজল (২৫) ও শাহিন (২৪)।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুপুরের দিকে ওই এলাকায় শ্যামলী পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন