উন্নত বাংলাদেশ গড়তে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে আইনজীবীদের সঙ্গে আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে আইনজীবীদের সঙ্গে আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, ছবি: সংগৃহীত

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে আইনজীবীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেনI

বিজ্ঞাপন

তিনি বলেন, 'বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে৷ এ লক্ষ অর্জনে সকলের পাশাপাশি আইনজীবীদেরও একযোগে কাজ করতে হবে।'

উন্নত বাংলাদেশ গড়তে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের লক্ষ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া|' এ সময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ক্ষেত্রে কিশোরগঞ্জের অবদান অপরিসীম। এ দেশের ইতিহাসে কিশোরগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।'

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।