২৩ বছর পর নীলফামারী জেলা মহিলা আ.লীগের সম্মেলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

২৩ বছর পর নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।

বিজ্ঞাপন

ইতোপূর্বে কবে কখন কমিটি গঠন হয়েছিল তার দিনক্ষণও ভুলে গেছেন দায়িত্বশীল নেত্রীরা। কমিটির আদৌ কোনো সভা হয়েছিল কিনা তারও দলিল দস্তাবেজ নেই কারো কাছে।

তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল বলে অনেকের ধারণা। সে হিসেবে আজ ২৩ বছর পর নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

বিজ্ঞাপন

সম্মেলনে রোকেয়া ইসলাম রুপালীকে সভাপতি ও ফরিদা খানম এনাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় নেতারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।