ছেলেরা খাবার না দেওয়ায় ৩ দিন অনাহারি বৃদ্ধ পিতা
নাম শালি নেওয়াজ, বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধ । নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা তিনি। শতবর্ষী এ বৃদ্ধের পরিবারে কর্মজীবী দুই ছেলে ও তাদের বউসহ নাতি-নাতনি রয়েছে। এরপরও অনাহারে দিন কাটাতে হচ্ছে অসহায় এ বৃদ্ধকে। পরিবার থেকে খাবার না পেয়ে তিনদিন ধরেই না খেয়ে রয়েছেন তিনি। ক্ষুধায় আরও নিস্তেজ হয়ে পড়েন বৃদ্ধ শালি নেওয়াজ।
পিতার প্রতি সন্তানদের এমন নির্মমতার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন অনাহারী শালি নেওয়াজের কাছে যান। বৃদ্ধের মুখে নিজ হাতে খাবার তুলে দেন।
এ বিষয়ে ইউএনও বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সন্তানরা বৃদ্ধ শালি নেওয়াজকে খাবার দিচ্ছেন না। তাই তিনি তিনদিন ধরে না খেয়ে আছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। এ সময় ওই বৃদ্ধ পিতাকে নিজ হাতে খাবার খাইয়ে দেই এবং আরও কিছু শুকনো খাবার বৃদ্ধের হাতে দিয়ে আসি।’
তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধের সন্তান ও পুত্রবধূরাও ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে এবং বৃদ্ধের খাবার নিয়মিত চালিয়ে নেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়। তা না হলে পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বৃদ্ধ শালি নেওয়াজকে অচিরেই একটি বয়স্কভাতা কার্ড করে দেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত ইউএনও।