মাদারীপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত স্বর্ণ ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

নিহত স্বর্ণ ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

মাদারীপুরে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে শ্যাম দাশ (৪০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ছোট বাড্ডা গ্রামের পর্বত বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্বত বাগান এলাকার শ্যাম দাশ বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরে সকালে বাজারে বিক্রি করেন। একা মাছ ধরে বাজারে বিক্রি করা নিয়ে একই এলাকার দিলিপ বালাসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় শ্যাম দাশের।

এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্যাম দাশকে কুপিয়ে জখম করে দিলিপ বালাসহ ৪/৫ জনের একটি দল।

বিজ্ঞাপন

এ সময় বাধা দিতে এলে পরিমল দাস ও তারক দাস নামের আরো দুইজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শ্যাম দাসের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে অন্য দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, মস্তফাপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।