মাদারীপুরে রোহিঙ্গা যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক রোহিঙ্গা যুবক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক রোহিঙ্গা যুবক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগবিন্দপুর এলাকা থেকে সাকিব (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করেছে জেলা পুলিশের বিশেষ শাখার সদস্যরা। আটক সাকিবের বাবার নাম মোহাম্মদ আব্দুল। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত চার দিন ধরে এক যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তারা মাদারীপুর পুলিশের বিশেষ শাখার সদস্যদের জানান। পরে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম সাকিব বলে জানান। কয়েকদিন আগে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে গাড়িতে করে ঢাকায় আসেন। পরে খোয়াজপুর এলাকার এক যুবক সাকিবকে কাজ দেওয়ার কথা বলে গত শনিবার মাদারীপুরে নিয়ে আসেন। পরে ওই যুবক তাকে রেখে পালিয়ে যান।

বিজ্ঞাপন

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাকিবকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়নাল (১৬) নামে আরো এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশ।