বকশীগঞ্জে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ যুবক আটক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫৩৩ পিস ইয়াবাসহ মো: বাবু মিয়া(২৫) ওরফে গোলজার নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মো: বাবু মিয়া ওরফে গোলজার(২৫) কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ, এসইউপি’র দিক নির্দেশনায় ধানুয়া কামালপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ধানুয়া কামালপুর বাজারে অভিযান চালায় বিজিবি। অভিযানের সময় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫৩৩ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে আসামিকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এস এম আজাদ ইয়াবাসহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদক পাচার রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।