দুর্নীতি বন্ধ করতে লাগাতার অভিযান চালাতে হবে: মেনন
দুর্নীতির অভিযানে হঠাৎ ক্যাসিনো ঝড়! ঝড় তুলে এ ধরনের শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করতে হলে লাগাতার লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার ওয়ার্কার্স পার্টির আয়োজনে আশুলিয়া প্রেস ক্লাব অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাময়িক চমক সৃষ্টির অভিযান করে লাভ নেই, স্থায়ী সমাধানের জন্য লাগাতার সুশাসনের ভিত্তিতে এ অভিযান চালিয়ে যেতে হবে।’
এ সময় তিনি বলেন, ‘কিছু দিন ধরে কোটি কোটি টাকা উদ্ধার ও ক্যাসিনো কাহিনী উদঘাটন হয়েছে। অনেক দিন ধরেই বিভিন্ন ক্লাবে জুয়া-হাউজি চলে আসছে। কিন্তু ক্যাসিনোটা সর্বশেষ ২০১৭ সাল অথবা ২০১৮ সাল থেকে শুরু হয়েছে যা পরিবর্তন করতে হবে। এখানে কাউকে দোষারোপ করে লাভ নেই।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার নাম পত্র-পত্রিকায় ফলাও করে ঢালাওভাবে মুখরোচক খবর হিসাবে প্রচার করছেন সাংবাদিকরা।’
সাভার উপজেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেনন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়সহ বিভিন্ন নেতা কর্মীরা।