নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি -শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নাব্যতা সংকট ও পানি বৃদ্ধির কারণে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৩টি কে-টাইপ ফেরি পরীক্ষামূলকভাবে চালানো শুরু করলেও এখনো বেশিরভাগ ফেরি বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে হঠ্যাৎ পানি বাড়তে থাকায় উজানে ব্যাপক নদী ভাঙন, চ্যানেলের মুখে পলি পড়ে। এর ফলে তীব্র স্রোতে এ রুটের লৌহজং টার্নিং এ ডুবোচরে নাব্যতা সংকট দেখা দেওয়ার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পাড়ে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রী ও শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নাব্যতা সংকটের কারণে সকাল থেকে বন্ধ থাকার পর বেলা ১১টা থেকে তিনটা ফেরি চলাচল করছে। তবে যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে আগে পার করছি।