'অপরাধীরা যে দলেরই হোক, কেউ পার পাবেন না’
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, 'অপরাধী অপরাধীই। অপরাধ করে কেউ পার পাবেন না। অপরাধীরা যে দলেরই হোক বা যতোই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনা জেলা শহরের পাবলিক হলে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। এগুলো নির্মূলে জনগণকে এগিয়ে আসতে হবে।'
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সম্পাদক পুলিশ সুপার প্রলয় জোয়ারদার এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন প্রমুখ।