আশুলিয়ায় গবাদিপশু কারখানায় র‍্যাবের অভিযান

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, আশুলিয়া, সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

র‍্যাবের অভিযানে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানের মালিককে, ছবি: সংগৃহীত

র‍্যাবের অভিযানে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানের মালিককে, ছবি: সংগৃহীত

আশুলিয়ায় অনুমোদনহীন গবাদিপশুর ওষুধ তৈরি ও সরবরাহের অভিযোগে অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেডের মালিক লাবু মিয়াকে (৫০) তিন মাসের জেল দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, কয়েকটি ওষুধের অনুমোদন নিয়ে তারা ৮০টি গবাদিপশুর ওষুধ উৎপাদন ও সরবরাহ করে আসছিলেন। এছাড়া এখানে অনুমোদনহীন এন্টিবায়োটিক উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। এন্টিবায়োটিক ব্যবহার করা পশুর মাংস মানুষের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এই কারখানার ল্যাব আছে কিন্তু সেখানে কোনো রকম ওষুধের পরীক্ষা নিরীক্ষা করা হতো না।

র‍্যাবের-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীন এন্টিবায়োটিক ও গবাদিপশুর বিভিন্ন ওষুধ উৎপাদন করে বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে ৩ মাসের জেল, ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল দেওয়া হয়েছে।'

বিজ্ঞাপন