সরিষাবাড়ীতে আরও দুটি আন্তনগর ট্রেন চালু হবে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, ‘একটি শোষণ মুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর হত্যার পরে আমরা আজ আবারো ঘুরে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দশ বছরে দেশের অনেক উন্নয়ন করেছেন। দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এখন সময় মাথা উঁচু করে দাঁড়ানোর।’

বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, ‘সরিষাবাড়ী রেলস্টেশন পর্যন্ত দুটি আন্তনগর ট্রেন চালু রয়েছে। এ স্টেশনে আরও দুটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। যা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশন পর্যন্ত চলাচল করবে। এছাড়া অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশনটি গ্রুপ বি-তে উন্নীত করা হবে।’

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী পূর্ব শুভক্তগীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মো. শিবলী সাদেক, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।