বরিশালে রিকশা চালকদের আমরণ অনশনে অসুস্থ ১৮

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

অসুস্থ ১৮জন অনশনকারীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অসুস্থ ১৮জন অনশনকারীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালে ইঞ্জিন চালিত রিকশা চালকদের আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনশন চলাকালীন ১৮ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ ১৮ জন অনশনকারী মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১৫ জন কে অনশনস্থলে বসেই স্যালাইন লাগিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিকল্প কর্মসংস্থান তৈরি ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধ, প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল এবং প্রশাসন কর্তৃক জব্দকৃত রিকশা ফিরে পাবার দাবীতে আমরণ অনশন করছেন রিকশা শ্রমিকরা।

বিজ্ঞাপন

হাসান নামে এক রিকশা চালক বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, শহরে রিকশা চালাবার অনুমতির জন্য সবাই মিলে বার বার পুলিশ ও সিটি কর্পোরেশন মেয়রের কাছে গিয়েছি। তাতে কোন সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আমরণ অনশন করছি। দাবী না মানা পর্যন্ত অনশন করবো।

আমরণ অনশনের নেতৃত্বকারী বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, এটা কোন প্রতীকী অনশন নয়। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে। তবে আমরণ অনশনের দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত প্রায় ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।