হিলিতে পেঁয়াজের বাজার পরিদর্শনে যুগ্মসচিব
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবনিমিয় করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুর মো. মাহবুবুল হক।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তিনি বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে পেঁয়াজের বর্তমান বাজার সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বন্দরের আমদানিকারক এবং খুচরা ও পাইকারি বিক্রেতারা উপস্থিত ছিলেন।
বার্তাটোয়েন্টিফোর.কমকে যুগ্মসচিব নুর মো. মাহবুবুল হক বলেন, পেঁয়াজ রফতানিতে ভারত ৮৫২ ডলার নির্ধারণ করেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সর্বক্ষণিক মনিটরিং করছে।