বরিশালে ১১তম মৃৎশিল্পী সম্মেলন শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসব। শুক্রবার (৪ অক্টোবর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদসহ অনেকেই।

বিজ্ঞাপন

উৎসবে রয়েছে পাললিক শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও মেলার আয়োজন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বার্তাটোয়েন্টিফোর.কম কে জানান, মৃৎশিল্পী সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা এবং নওগাঁ, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মৃৎশিল্প এলাকার মৃৎসামগ্রী প্রদর্শন করা হয়।

শনিবার (৫ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলের ১৫০ মৃৎশিল্পীদের সম্মাননা দেওয়া হবে।