নেত্রকোনায় ছুরিকাঘাতে কিশোর নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুনের প্রতীকী ছবি

খুনের প্রতীকী ছবি

পূজা দেখে বাড়িতে ফেরার পথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সোহেল রানা নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দেওয়ালখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহেল রানা উপজেলার সান্দিকোণা ইউনিয়নের ডাউকী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় একই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের তিন যুবককে আটক করেছে পুলিশ। আতককৃতরা হলেন, নোয়াদিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রানা মিয়া (১৫), মন্নাফ মিয়ার ছেলে শাকিল (২০) ও সুরুজ আলীর ছেলে মোমেন (১৯)।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার রাতে পার্শ্ববর্তী মাছিয়ালী গ্রামের পূজামণ্ডপে সপ্তমী পূজা দেখতে যাওয়া দর্শনার্থী সোহেল রানা ও মোমেনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসাও করে দেন। কিন্তু পূজা শেষে বাড়ি যাওয়ার পথে প্রায় আধা কিলোমিটার দূরে দেয়ালখাল ব্রিজের পাশে সোহেলকে ছুরিকাঘাত করে মোমেন। পরে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’