নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে মাসুদ মিয়া (২৬) ও মাসুদের চাচাতো বড় ভাই অমর ফারুকের স্ত্রী রুমা আক্তার (২৪)। আহত হয়েছেন নিহতদের প্রতিবেশী মমতাজ উদ্দিনের ছেলে ঈসমাইল হোসেন (২০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাড়ির পাশ্ববর্তী পুকুর ঘাটে গরুকে গোসল করাতে গিয়েছিলেন মাসুদ। সেখানে ফেলে রাখা বিদ্যুৎ সংযোগের তারে অসতর্ক অবস্থায় জড়িয়ে পড়েন তিনি। তাকে বাচাঁতে গিয়ে তার চাচাতো ভাইয়ের স্ত্রী রুমা আক্তার ও প্রতিবেশী ঈসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমা ও মাসুদকে মৃত ঘোষণা করেন। ঈসমাইলকে উন্নত চিকিৎকার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।’

বিজ্ঞাপন