নীলফামারী জেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

নীলফামারী জেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নীলফামারী জেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নীলফামারী জেলা পরিষদ কার্যালয়ে নিরাপত্তার জন্য ব্যবহার করা ছয়টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ অক্টোবর) জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এই বিষয়ে সদর থানায় একটি এজাহার দাখিল করেন।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টায় জেলা পরিষদ ভবনের নিচ ও উপর তলায় স্থাপিত সকল ক্যামেরা কে বা কাহারা ভেঙে ঝুলিয়ে রেখেছে এবং নিচতলায় পশ্চিম দিকে লাগানো ক্যামেরাটি ভেঙে নিচে রেখে গেছে উল্লেখ করে নৈশ প্রহরী লিখিত আবেদন করেছেন।

জেলা পরিষদের নৈশ প্রহরী দেলোয়ার হোসেন বলেন, 'আমি সোমবার মৌখিক ছুটিতে ছিলাম। ঐদিন বিকেলে ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না ঐ সময়েই কে বা কাহারা সিসি ক্যামেরাগুলো ভেঙে রেখে যায়। সরকারি ছুটির দিন মঙ্গলবার বিষয়টি স্যারদের জানালে লিখিত দিতে বললে আমি লিখিত দেই।'

বিজ্ঞাপন

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বিষয়টি নিয়ে সদর থানা পুলিশ তদন্ত করছে। ইতোমধ্যে তিন চারজনের নাম উঠে এসেছে। সুষ্ঠু তদন্ত হলে দোষীদের চিহ্নিত করা যাবে।