সিরাজগঞ্জে নৌকা বাইচে নৌকাডুবি, নিখোঁজ ২
সিরাজগঞ্জে যমুনা নদীতে বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবে দুজন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল।
নিখোঁজরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে বাইচাল মো. হানিফ (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার মানিক দিয়ার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সাইদুর প্রামাণিক (৬০)।
সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে বিকেল ৪টার দিকে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে বাইচাল হানিফ নৌকা থেকে পরে নিখোঁজ হন।
সন্ধ্যার দিকে দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকা ডুবে যায়। এতে থাকা সকল যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও সাইদুর প্রমাণিক নামে নির্মাণ শ্রমিক নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।