জামালপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ
জামালপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে শহরের বকুলতলা চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মুছিরুন নেছার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস, ব্র্যাকের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বাল্যবিবাহের নেতিবাচক দিকের প্রভাবসমূহ তুলে ধরেন। এবং বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।