নেত্রকোনায় মাদরাসা ছাত্র হত্যার অভিযোগে আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত মাদরাসা ছাত্র কাওসার, ছবি: সংগৃৃহীত

নিহত মাদরাসা ছাত্র কাওসার, ছবি: সংগৃৃহীত

নেত্রকোনায় কাওসার আহমেদ (১৭) নামের এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগে বিএনপি ও ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আটকরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি আবুচাঁন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুটলাস মিয়া, ছাত্রদল নেতা পরশ ও দুই মোটরসাইকেল চালক। আটক দুই মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মাদরাসা ছাত্র উপজেলার গুজিরকোণা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে ও মধুয়াকোণা আলিয়া মাদরাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় কাওসারকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার মূল কারণ এখনো জানা যায়নি বলেও জানান ওসি।