চাঁদপুরে ৯ জেলের অর্থ ও কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ প্রজননের লক্ষ্যে চাঁদপুর নৌ-পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর বাঁশগারি এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে। আটক জেলেদের মধ্যে ৬ জনকে ১ বছর করে কারাদণ্ড এবং ৩ জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন এই আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের খান জানান, অভিযানের সময় জেলেদের কাছ থেকে ২টি মাছ ধরার নৌকা, ১৮০ কেজি মা ইলিশ ও ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। নৌকা পুলিশের হেফাজতে, জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে এবং মা ইলিশ জেলা প্রশাসনের নির্ধারিত কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।