জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' অপহরণ মামলার আসামি নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

আমিনুল ইসলাম ক্যাসেটের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আমিনুল ইসলাম ক্যাসেটের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ক্যাসেট লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন এবং তার বিরুদ্ধে অপহরণ ও মাদক মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে পাঁচবিবি উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ক্যাসেট একই উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে।

Joypurhat
আমিনুল ইসলাম ক্যাসেটের মরদেহ দেখতে উতসুক জনতার ভিড়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিলেন ক্যাসেট। শুক্রবার রাতে ক্যাসেট ও তার দলের লোকজন নতুন করে অপহরণের উদ্দেশে ভুতগাড়ী গ্রামে একত্রিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সঙ্গীরা পালিয়ে গেলেও ক্যাসেট গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।