চাঁদপুরে ৬ জেলের জেল-জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া জেলেরা, ছবি: সংগৃহীত

আটক হওয়া জেলেরা, ছবি: সংগৃহীত

চাঁদপুর নৌ-সীমানায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড এবং ২ জেলেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন- মো. দেলোয়ার (৪৮), আলী দেওয়ান (৫০), আনোয়ার হোসেন (২২), কাশেম (৫৫)। এদের সকলের বাড়ি সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকায়। জরিমানা প্রাপ্ত জেলেরা হলেন-আক্তার হোসেন (২০) ও ইয়াকুব (১৯)।

একই দিনে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খান। মা ইলিশ রক্ষায় নিয়মিত এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।