জামালপুরে মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলার রহমত আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার সীমান্ত এলাকায় ঝিনাই নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহমত মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর উত্তরপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ঝিনাই নদীর পাড়ে ফসলের মাঠে একটি গামার গাছে মরদেহটি ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। মেলান্দহ থানায় খবর দিলে পুলিশ এসে মেলান্দহ থানার সীমানায় না হওয়ায় মরদেহ উদ্ধার না করে ফিরে যায়। পরে জামালপুর সদর থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রহমত আলীর পিতা আজিজুল মিয়া জানান, শনিবার (১৯ অক্টোবর) রাতের বাসে রহমতের ঢাকায় যাওয়ার কথা ছিল।

এদিকে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা হিসেবেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।