অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান-২) ও চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নারীনেত্রী সালমা আক্তার এসব কম্বল বিতরণ করেন।

বিজ্ঞাপন

কম্বল বিতরণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের খোঁজ-খবর নেন সালমা আক্তার।

এ সময় তার সঙ্গে ছিলিমপুর গ্রামের আবুল হাসেম ভূঁইয়া, সাগুলী গ্রামের সাংবাদিক আব্দুল হাই সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে সাগুলী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৩টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলোর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।