কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, ছবি: সংগৃৃহীত

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, ছবি: সংগৃৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ (৪৫), ওই ইউনিয়নের সচিব মোহন চাঁদ মজুমদার ও ৯ নং ওয়ার্ডের মেম্বার সিদ্ধার্থ বাড়ৈ (৪২)।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে ধারাবাসাইল ফেরার পথে মাচারতারা নামক স্থানে বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান ও মেম্বারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি সচিব মোহন চাঁদ মজুমদারকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

আহত চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেছেন, 'সন্ত্রাসীরা আমাকে হত্যা করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসীরা মুখোশধারী ছিল।'

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানিয়েছেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।