বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে সন্তানকে চুরি
নেত্রকোনায় সরকারি হাসপাতালে বাকপ্রতিবন্ধী এক মায়ের কাছ থেকে আড়াই বছর বয়সের শিশু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই শিশুর নাম রোহা মণি।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা জামান উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'সকালে রোগীদের দেখতে চিকিৎসক রোগীদের কক্ষে আসেন। এ সময় রোগীর স্বজনদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। রোহা মণিকে নিয়ে এ সময় তার মা বাইরে বের হয়ে আসেন। ওই সময় অপরিচিত এক ব্যক্তি তার কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান।'
এ ঘটনার খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নেত্রকোনা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান হাসপাতাল থেকে শিশু চুরি হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।